পিবিএ,বিনোদন: শুধু অভিনয় দিয়েই নয়, আরও নানা রকম কাজ দিয়েই আলোচনায় থাকেন রিয়া সেন। বছর খানের আগে বিয়ে নিয়ে আলোচনায় ছিলেন। অনেকেই প্রশ্ন তুলেছিলেন বিয়ের আগেই নাকি সন্তাত সম্ভবা ছিলেন এই নায়িকে। সেইসব আলোচনা সমালোচনা থেমেছে কবেই।
এবার ওয়েব সিরিজে অভিনয় করে আলোচনায় এসেছেন তিনি। শুটিংয়ের মাঝে ফিরলেন বেশ খোলা মেলা হয়ে। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে ছড়িয়েছে তার একাধিক ছবি। সেসব অবশ্য নিজেই পোস্ট করেছেন টুইটারে।
এর মধ্যে একটি কালো রঙের সাঁতারের পোশাক পরা ছবি। এখানে বেশ আবেদনময়ী দেখাচ্ছে তাকে। কোনও অলঙ্কার কিংবা মেক আপ ব্যবহার করেননি তিনি। মেকাপ ছাড়াই রিয়ার খোলামেলা এই ছবি আগুন ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়াতে। ভক্তরা নানা রকম কমেন্ট করে চলেছেন। দেখা যাচ্ছে কালো বিকিনিতে সমুদ্রের ধারে বসে আছেন অভিনেত্রী। সম্ভবত বিশ্রামই নিচ্ছেন। রিয়া সেন এখন নিজের পরিচয়েই পরিচিত। তবে তার আরও একটি বড় পরিচয় আছে। তিনি মহা নায়িকা সুচিত্রা সেনের নাতনি।
পিবিএ/এমএস