সুনামগঞ্জের পাথারিয়া যাত্রীবাহী বাস ও লেগুনা সংঘর্ষে ৬ জন নিহত

 

পিবিএ,সুনামগঞ্জ: সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাথারিয়া এলাকায় যাত্রীবাহী বাস ও লেগুনা সংর্ঘষে ছয় লেগুনা যাত্রী নিহত হয়েছেন। রবিবার সকাল ৭টার দিকে দক্ষিণ সুনামগঞ্জের পাথারিয়ার গণীগঞ্জ এলাকায় এ দুর্ঘটনাটি ঘটেছে।

যাঁদের পরিচয় পাওয়া গেছে, তাঁরা হলেন লেগুনার চালক দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ঘাঘলি গ্রামের নোমান মিয়া (২২), একই উপজেলার দুরুবাকান্দা গ্রামের আফজাল হোসেন (১৬), মিলন মিয়া (১৮), সাগর মিয়া (১৫), জেলার শাল্লা উপজেলার নিতেশ চন্দ্র দাশ (২২)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা ছেড়ে আসা লিমন পরিবহন (ঢাকা মেট্রো-ব ১৫-০৮০১) নামের একটি যাত্রীবাহি বাস সিলেট সুনামগঞ্জ আঞ্চলিক সড়কের দিরাই পয়েন্টে যাত্রীদের নামিয়ে দিয়ে ফের সুনামগঞ্জ জেলা সদরে যাবার পথে ওই পয়েন্টে দিরাইমুখী অপর একটি যাত্রীবাহি লেগুনার সাথে মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনাটি ঘটেছে।

 

দুর্ঘটনায় লেগুনায় থাকা ৬ যাত্রী নিহত হন। আহত হন কমপেক্ষ আরো ৫ যাত্রী। সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দলের ১১ সদস্য ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্যার করে দ্রুত জেলা সদর মডেল হাসপাতালে প্রেরণ করেন।

সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার হায়দার আলী জানান, দুর্ঘটনার পর পরই বাসে থাকা চালক ও হেলপার দু’জনই পালিয়ে যায়।

দক্ষিণ সুনামগঞ্জ থানার (ওসি) হারুনুর রশীদ চৌধুরী ৬ যাত্রী নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, তাৎক্ষণিক ভাবে নিহত ও আহতদের পরিচয় জানা সম্ভব হয়নি। থানা পুলিশ লাশ মর্গে প্রেরণের জন্য
প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন বলেও জানান ওসি।

 

পিবিএ/জেডআই

আরও পড়ুন...