সুনামগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ

পিবিএ, সুনামগঞ্জ: প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন “বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা” কর্মসূচির আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।


সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী অফিসার সমীর বিশ্বাস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আব্দুল আহাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সফর উদ্দিন, ভাইস চেয়ারম্যান মোঃ তাজ্জত খাঁন, মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা আক্তার রীনা প্রমুখ। বিশ্বম্ভরপুর উপজেলার ১৫০জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা বৃত্তির নগদ অর্থ এবং শিক্ষা উপরকরণ বাবদ স্কুল ব্যাগ, রেইন কোট, ছাতা, জ্যামিতি বক্স, ওয়াটার বক্স ইত্যাদি বিতরণ করা হয়।

আরও পড়ুন...