পিবিএ,সুনামগঞ্জ: ওপারের মেঘালয় পাহাড় হতে ঢলে ভেসে আসা খনিজ পাথর লুটের ঘটনায় সুনামগঞ্জের তাহিরপুরে আটক ৯ আসামীকে জেলা করাগারে প্রেরণ করা হয়েছে।
বুধবার বিকেলে সুনামগঞ্জ চীফ জুডিসিয়াল আদালত(তাহিরপুর যোন)’র বিজ্ঞ বিচারক আসামীদের জামিন না মঞ্জুর করে জেলা কারাগারে প্রেরণের নির্দেশ দেন।,
কারাগারে প্রেরণকৃত আসামীরা হল,উপজেলার হলহলিয়া গ্রামের মোক্তার ,একই গ্রামের আজগর আলী, রফিক, নুর আলী,জহির ,আশরাফুল, জিন্নাত আলী,পার্শ্ববর্তী হলহলিয়া চরগাঁও গ্রামের সাকির আহমদ,শাহ আলম।
মামলা সুত্রে জানা গেছে,ওপারের মেঘালয় পাহাড় হতে সুনামগঞ্জের তাহিরপুরের চাঁনপুর সীমান্তের নয়াছড়া দিয়ে ঢলের পানিতে ভেসে আসা কয়েক হাজার ঘনফুট খনিজ পাথর ওই এলাকার একদল চোরাকারবারীর সহায়তায় সোমবার রাত হতে লুটে নিয়ে যায় সংঘবন্ধ লুটেরা চক্র।
মঙ্গলবার বিষয়টি জানতে পেরে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে থানা পুলিশ ও ভুমি অফিসের দায়িত্বশীলদের নির্দেশ প্রদান করেন।
এরপর থানার ওসি মো. আতিকুর রহমানের নির্দেশনায় টেকেরঘাট পুলিশ ফাঁড়ি সদস্যরা উপজেলার আমতৈল এলাকায় কয়েকহাজার ঘনফুট লুটে নেয়া খনিজ পাথর বোঝাই তিনটি (ইঞ্জিন চালিত) ষ্টীলবড়ি নৌকা জব্দ করে।
ওই সময় পাথর লুটে জড়িত থাকায় লুটেরা চক্রের ৯ সদস্যকে পুলিশ গ্রেফতার করেন।
প্রসঙ্গত,পাহাড়ি ঢলে ভেসে আসা তাহিরপুরের বিভিন্ন সীমান্ত জনপদে স্তুপিকৃতভাবে থাকা এসব খনিজ বালু,পাথর, চুনাপাথর গত ২৭ এপ্রিল খনিজ সম্পদ উন্নয়ন ব্যূরোর নির্দেশনায় উপজেলা প্রশাসন নিলাম আহবান করেন।
কিন্তু একদল দুবৃক্ত বিভিন্ন গুজব রটিয়ে ওই নিলাম ভন্ডুল করিয়ে নিজেরা সরকারে বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি দিয়ে এসব খনিজ পাথর,চুনাপাথর বালু গোপন সমঝোতায় লুটে নিতে প্রস্তুতি নেয়।
পিবিএ/এসডি