পিবিএ,সুনামগঞ্জ: সুনামগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা জেলার দোয়ারাবাজার উপজেলায় অভিযান চালিয়ে এককেজি গাজাঁসহ ২ গাজাঁ ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতাকৃতরা হলেন উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের গাজীনগর গ্রামের মৃত আশ্রব আলীর ছেলে মুসলিম আলী(৭৫),ডাউকের খাড়া গ্রামের আব্দুল মালিকের ছেলে সোহেল মিয়া(২৫)।
বুধবার দুপুরে জেলা ডিবি পুলিশের এ এস আই মামুনের নেতৃত্বে ডিবি পুলিশের সদস্যরা গাজীনগর গ্রামে অভিযান চালিয়ে গাজাঁসহ তাদের গ্রেফতার করে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয় এবং জিঞ্জাসাবাদ করা হচ্ছে ।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানান গোয়েন্দা পুলিশের এস আই মোঃ আমিনুল ইসলাম।
এ ব্যাপারে ডিবির অফিসার ইনচার্জ কাজি মোক্তাদির হোসেন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পিবিএ/জে এইচ/হক