পিবিএ, সুনামগঞ্জ: সুনামগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে মোঃ রেজান(২৪)নামে এক মাদক মামলার পলাতক আসামীকে গ্রেফতার করা হয়েছে। সে জেলার পৌর শহরের বাধঁনপাড়া এলাকার মৃত ফরিদ মিয়ার ছেলে।
সোমবার দুপুর দেড়টায় জেলা গোয়েন্দা পুলিশের এস আই মোঃ আমিনুল ইসলাম,এস আই কাজল চন্দ্র দেব,এ এস আই মণির হোসেনের নেতৃত্ব ডিবি পুলিশের সদস্যরা শহরের বাধঁনপাড়া এলাকায় নিজ থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশের কার্যালয়ে এনে জিঞ্জাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে সদর মডেল থানায় মামলা থাকায় সে দীর্ঘদিন পলাতক ছিল বলে জানান জেলা
গোয়েন্দা পুলিশের এই দক্ষ এস আই মোঃ আমিনুল ইসলাম।
এ ব্যাপারে জেলা গোয়েন্দা(ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ মোক্তাদির হোসেন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান যেকোন ধরনের অপরাধ দমনে ডিবি পুলিশের প্রতিটি সদস্য সব সময় সক্রিয় আছে।
পিবিএ/জেএইচ/ ইএইচকে