পিবিএ,সিলেট: সুনামগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের হাতে পৃথক পৃথক অভিযানে ৭ জনকে আটক করা হয়েছে। বুধবার রাতে জেলার তাহিরপুর উপজেলার বালিয়াঘাট নতুন বাজার এলাকা থেকে সীমান্তের ‘শিলং তীর’ জুয়া খেলার এজেন্ট তৌফিক মিয়াকে গোয়েন্দা পুলিশ আটক করে।
এছাড়াও বুধবার রাতে জেলা শহরের সুরমা মার্কেটে অভিযান চালিয়ে গোয়েন্দা পুলিশের অপর একটি টিম ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়িকে আটক করেছে। আটককৃতরা হল, সুনামগঞ্জ শহরের আরপিন নগরের মোহাম্মদ আলীর ছেলে আশিক মিয়া, তেঘরিয়ার কোহিনুর মিয়ার ছেলে সোনাই মিয়া।
অপরদিকে বুধবার রাতে শহরের পুরাতন বাসষ্টেশন থেকে অজ্ঞানপার্টির আরো ৪ সদস্যকে আটক করে গোয়েন্দা পুলিশ। আটকৃতরা হল, সুনামগঞ্জ শহরের বাধনপাড়ার ফারুক মিয়ার ছেলে আলী রাজ, ওয়েজখালির সেজুল মিয়ার ছেলে আব্দুর রহমান, আব্দুল আলীর ছেলে আলী নূর, সদর উপজেলার ইব্রাহিমপুর গ্রামের ফজলুল হকের ছেলে রাজিব মিয়া।
অজ্ঞান পার্টির সদস্যদের হেফাজত থেকে চেতনা নাশক মলম, রুমাল, মাদক ব্যবসায়িদের নিকট থেকে ইয়াবা ও জুয়ারি নিকট থেকে শিলং তীর খেলার টুকেন, মোবাইল ফোন সেট জব্দ করা হয়।বৃহস্পতিবার (২৩মে) জেলা গোয়েন্দা পুলিশের ওসি ইনচার্জ কাজী মোক্তাদির হোসেন জানান, আটককৃতদের বিরুদ্ধে তাহিরপুর ও সদর মডেল থানায় পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে।
পিবিএ/এইচএসএ/আরআই