সুনামগঞ্জে ছাদ থেকে পড়ে নির্মান শ্রমিকের মৃত্যু


পিবিএ, সুনামগঞ্জ: সুনামগঞ্জ জেলা শহরের কোর্ট চত্বরের একটি সপ্তম তলা বিল্ডিংয়ে ঢালাই এর উপর কাজ করার সময় মাথা ঘুরে ( চক্কর)নীচে পড়ে এক শ্রমিকদের মৃত্যু হয়েছে। তার মোঃ মোস্তফা মিয়া(৫৫)। সে গাইবান্ধা থানা ও জেলার রুপার বাজার গ্রামের গাউসুল মিয়ার ছেলে ছেলে।

শুক্রবার বিকেল সাড়ে ৪টায় ঐ বিল্ডিংয়ের ছাদের ঢালাই কাজ চলাকালীন সময়ে মাথায় চক্কর এসে সপ্তম তলা বিল্ডিংয়ের উপর থেকে নীচে পড়ে সে ঘটনাস্থলে মারা যায়। সে দীর্ঘদিন ধরে ঐ বিল্ডিংয়ের টিকাদারী প্রতিষ্ঠান ইর্ষ্টার লাইফ কোম্পানীতে সুনামগঞ্জে শ্রমিক হিসেবে কাজ করে আসছিলেন। খবর পেয়ে ইর্ষ্টার লাইফ কোম্পানীর ম্যানেজার মোঃ আল আমীন তাকে দ্রুত জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।

এ ব্যাপারে হাসপাতালের আর এম ও ডাঃ মোঃ রফিকুল ইসরাম জানান,বিল্ডিংয়ে কাজ করার সময় উপর থেকে পড়ে ঐ শ্রমিক ঘটনাস্থলেই মারা যান।
এ ব্যাপারে সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শহীদুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান এখন ময়না তদন্ত শেষে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।
পিবিএ/জেএইচ/হক

আরও পড়ুন...