পিবিএ,সিলেট: ভারতীয় গাঁজার চালানসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব র্যাব-৯। রোববার আদালতের মাধ্যমে থানা পুলিশ গ্রেফতারকৃতদের জেলা কারাগারে পাঠিয়েছে।
গ্রেফতারকৃতরা হল, সুনামগঞ্জ সদর উপজেলার ইসলামগঞ্জ বাজার হাটির মৃত আব্দুল মালেকের ছেলে আব্দুর হাশিম, লালপুর গ্রামের মৃত রহমত আলীর ছেলে আব্দুল হামিদ।
জানা গেছে, র্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক সদর উপজেলার ইসলামগঞ্জ বাজার হাটির সামনের সড়ক থেকে শনিবার ০৪ (চার) কেজি ভারতীয় গাঁজাসহ ওই দুই পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
পিবিএ/এইচএস/হক