সুনামগঞ্জে বিদেশি মদ ও গাজাসহ আটক ২

পিবিএ,সিলেট: সুনামগঞ্জের বিশ্বম্ভপুরের সীমান্তবর্তী এলাকা থেকে বিদেশি মদ ও গাঁঁজার চালান সহ দুই মাদক ব্যবসায়িকে আটক করা হয়েছে।আটককৃতরা হল, বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের সীমান্তবর্তী মাছিমপুর গ্রামের কিতাব আলীর ছেলে সুবাস মিয়া (৪০) ও একই গ্রামের গোলাপ মিয়ার ছেলে আহাদ উল্লাহ (৩৫)। রবিবার আটককৃতদেরকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

জানা গেছে, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ও র‌্যাব-৯,সিপিসি ৩ ক্যাম্পের সদস্যদের যৌথ অভিযানে শনিবার সন্ধায় বিশ্বম্ভপুরের সীমান্তবর্তী মাছিমপুর গ্রামের সুবাসের বসতবাড়ি থেকে ৭৫০ মি.লি, পরিমাণ ৩২ বোতর বিদেশি মদ জব্দ করা হয়। এ সময় বসতবাড়ির মালিক ও মাদক ব্যবসায়ি সুবাসকেও আটক করা হয়। ’
এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক শোয়ের আহমদ চৌধুরী বাদী হয়ে ওই রাতেই বিশ্বম্ভরপুর থানায় একটি মামলা দায়ের কেেরন।
অপরদিকে শনিবার রাতে ওই উপজেলার মাহিন্দ্রনগর সড়কে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ও র‌্যাব-৯,সিপিসি ৩ ক্যাম্পের সদস্যদের অপর একটি যৌথ অভিযানে প্লাষ্টিকের বস্তা ভর্তি ৫ কেজি ভারতীয় গাজা সহ মাছিমপুর গ্রামের মাদক ব্যবসায়ি আহাদ উল্লাহকে আটক করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়ের উপ পরিদর্শক রবি উল্লাহ বাদী হয়ে এ ব্যাপারে শনিবার রাতেই বিশ্বম্ভরপুর থানায় পৃথক একটি মামলা দায়ের কেেরন।

পিবিএ/এইচএস/হক

আরও পড়ুন...