সুনামগঞ্জে বিদেশি মদ জব্দ

পিবিএ,সিলেট: ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি) সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত থেকে প্রায় দেড় লাখ টাকার বিদেশি মদ জব্দ করেছে।
মঙ্গলবার উপজেলার চাঁনপুর সীমান্তবর্তী বারেকটিলা থেকে ওই মদের চালানটি জব্দ করা হয়।

ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক ও অতিরিক্ত পরিচালক মেজর মেজবাহ উদ্দীন রাসেল পিবিএ’কে জানান, তাহিরপুরের চাঁনপুর বিওপির বিজিবির টহল দল মঙ্গলবার ভোররাতে বারেকটিলা থেকে ৯৮ বোতল বিদেশি মদ জব্দ করে। জব্দকৃত মদেও মুল্য প্রায় ১লাখ ৪৭ হাজার টাকা।

পিবিএ/এইচএস/হক

আরও পড়ুন...