পিবিএ,সিলেট: ৩০ লাখ টাকার সমপরিমাণ মুল্যের বিদেশি সিগারেট ও অতিরিক্ত নিকোটিনযুক্ত পাতার বিড়িসহ সুনামগঞ্জের জগন্নাথপুরে সৈয়দ আলী (৪৫) নামের এক চোরাকারবারিকে আটক করা হয়েছে।
বুধবার রাতে আলামত সহ ওই চোরাকারবারিকে জগন্নাথপুর থানায় সোপর্দ করা হয়েছে। আটককৃত সৈয়দ আলী জেলার জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর আগুনকোনা গ্রামের মৃত সৈয়দ আয়াজ আলীর ছেলে।
জানা গেছে, র্যাব-৯, সিপিসি-১, সিলেট ক্যাম্পের একটি টহল দল সুনামগঞ্জের জগন্নাথপুরের সৈয়দপুর আগুনকোনা গ্রামের সৈয়দ হাসনুরের বাড়িতে বুধবার বিকেলে অভিযান চালায়।
অভিযানে ওই বাড়ি থেকে র্যাব আমদানি নিষিদ্ধ ২ লাখ৬৩ হাজার ৬০০ পিস বিদেশি সিগারেট ও ৩লাখ ৩৬ হাজার ৫৫০ পিস পাতার বিড়ির শলাকা জব্দ করে।
এসব আমদানি নিষিদ্ধ বিদেশি সিগারেট ও বিড়ি চোরাচালানে জড়িত থাকায় সৈয়দ আলীকে আটক করা হয়। র্যাবের দাবি জব্দকৃত বিদেশি সিগারেট ও বিড়ির আনুমানিক মুল্য প্রায় ২৯ লাখ ৭২ হাজার ৫০০ টাকা।
বৃহস্পতিবার সকালে জগন্নাথপুর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, র্যাবের পক্ষ থেকে এ চোরাচালানে জড়িত থাকায় সৈয়দ আলীকে আটক ও বাড়ির মালিক সৈয়দ হাসনুরকে পলাতক আসামি দেখিয়ে জগন্নাথপুর থানায় একটি মামলা দায়ের করা হয়।
পিবিএ/এইচএস/হক