কামাল হোসেন, তাহিরপুর( সুনামগঞ্জ): সুনামগঞ্জ জেলায় মাছ ধরতে গিয়ে ব্জ্রপাতে তুরন মিয়া (৪৮) নামে এক জেলের মৃত্যু হয়েছে। সে সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের রন্নারচর গ্রামের মৃত শুক্কুর আলীর ছেলে।
এ ঘটনাটি ঘটেছে আজ ৩১ আগষ্ট সোমবার সকাল সাড়ে ৭ টার সময় দিরাই উপজেলার কালিয়াগুটা হাওরে। নিহতের পারিবারিক ও এলাকাবাসী সূত্রে জানাযায়, তুরন মিয়া সকালে দিকে কালিয়াগুটা হাওরে মাছ ধরতে যায়। এ সময় হঠাৎ তার উপর বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই মারা যায় তুরন মিয়া ।রাজানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৌম্য চৌধুরী এর সত্যতা নিশ্চিত করেছেন।
পিবিএ/কামাল হোসেন/এসডি