পিবিএ, সুনামগঞ্জ: সুনামগঞ্জের তাহিরপুরের সীমান্তছড়া থেকে এক ভারতীয় নাগরিকের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে উদ্ধারকৃত অজ্ঞাতনামা পুরুষ (৪৫) লাশটির কোন পরিচয় জানাতে পারেনি থানা পুলিশ।
জানা গেছে , উপজেলার বিরেন্দ্রনগর বিজিবির কোম্পানী হেডকোয়ার্টারের টহল দল শনিবার সকাল আটটার দিকে টহলকালিন সময়ে ওপার থেকে নেমে আসা রংগাছড়া নামক সীমান্ত পাহাড়ি ছড়ায় এক ব্যাক্তির লাশ দেখেতে পেয়ে থানা পুলিশকে বিষয়টি অবহিত করে।
থানা পুলিশ দুপুরের দিকে ওই সীমান্তছড়া থেকে অজ্ঞাত নামা হিসাবে লাশ উদ্ধারের পর জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
তাহিরপুর থানার ওসি মো. আতিকুর রহমান জানান, ভারত লাগোয়া বাংলাদেশ অভ্যন্তর ধেয়ে আসা সীমান্তছড়ায় ওই ব্যাক্তির লাশ উদ্ধারের পর প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহত ওই ব্যাক্তি ভারতীয় নাগরিক হতে পারে।
২৮-বর্ডার গার্ড ব্যাটালিয়ন(বিজিবি) সুনামগঞ্জের অধিনায়ক লে.কর্ণেল মাকসুদুল আলম বললেন, অজ্ঞাতনামা লাশের পরিচয় নিশ্চিত হতে ভারতের শিলং ৫৮ বিএসএসএফ বাগলী কোম্পানী হেডকোয়ার্টার ও শিলং এ তাদের বিএসএফ কমান্ডেন্টকে জানানো হয়েছে।
পিবিএ/এইচএসএ/জেডআই