সুনামগঞ্জে ভারতীয় বিড়ির চালান জব্দ

পবিএি,সিলেট: ওপার থেকে চোরাই পথে নিয়ে আসা সুনামগঞ্জে সীমান্তে অতিরিক্ত নিকোটিনযুক্ত আমদানি নিষিদ্ধ বিপুল পরিমাণ ভারতীয় বিড়ির একটি চালান জব্দ করা হয়েছে।
শনিবার বিকেলে জেলার বাগানবাড়ির গাছগড়া সীমান্ত এলাকা থেকে ওই বিড়ির চালানটি আটকের পর জব্দ করা হয়।
শনিবার সন্ধায় ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)’র সুনামগঞ্জের অধিনায়ক লে. কর্ণেল মো. মাকসুদুল আলম জানান, জেলার দোয়ারাবাজারের বাগানবাড়ি বিওপির বিজিবির টহল শনিবার বিকেলে ওই সীমান্তের আনুমানিক ৩’শ গজ বাংলাদেশের অভ্যন্তরে গাছগড়া নামক এলাকা থেকে ভারত থেকে নিয়ে আসা ৮৪ হাজার পিস আমদানি নিষিদ্ধ শেখ নাসির বিড়ির চালানটি আটক করে।
ব্যাটালিয়ন অধিনায়ক আরো জানান, এসব বিড়ি বিনাশুল্কে চোরাকারবারী চক্র নিয়ে এসেছিলো এবং ওই বিড়িগুলো অতিরিক্ত নিকোটিনযুক্ত।
জব্দ তালিকা শেষে বিড়ির চালান সুনামগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয়ে জমা দেয়া হয়েছে।,

পিবিএ/এইচএস/হক

আরও পড়ুন...