সুনামগঞ্জে যুবকে কুপিয়ে হত্যা

পিবিএ,সিলেট: সুনামগঞ্জে মিজানুর রহমান(১৯)নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে ‌দুর্বৃত্তরা ।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে সুনামগঞ্জ সদর উপজেরার অক্ষয় নগর গ্রামের খালের তীরে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত মিজানুর রহমান সদর উপজেলার সুরমা ইউনিয়নের ইব্রাহীমপুর গ্রামের মৃত আবদুর রহিমের ছেলে।

সাভারে প্রকাশ্যে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

নিহতের বড় ভাই জুনায়েদ আহমদ জানান, সদর উপজেলার সদরগড় গ্রামের মসজিদের নামে প্রতিদিনের ন্যায় বালু পাথর বাহি ষ্টিলবাডি নৌকা থেকে টাকা কালেকশান করতে অপর দুই সহযোগী রেজাউল ও আবদুর রহমানকে সাথে নিয়ে সকাল ৭টার দিকে বাড়ি থেকে বের হয়।

পরবর্তী সদরগড় গ্রামে ইয়াবাসহ একাধিক মামলার আসামী নুরুজ্জামান ওরফে নইদ্যার নেতৃত্বে ২০ থেকে ২৫ জনের একটি দল টাকা কালেকশানে বাঁধা প্রদান করে। এতে উভয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায় নুরুজ্জামান নইদ্যা সহ তার অপর সহযোগীরা ধারালো অস্র দিয়ে কুপিয়ে মিজানুরকে হত্যা করে।

খবর পেয়ে সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে।

সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি মো. শহীদুল্লাহ হত্যাকান্ডের সত্যতা স্বীকার করে বলেন, সুরতহাল রিপোর্ট তৈরীর পর লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন...