পিবিএ সুনামগঞ্জ: বেপরোয়া গতিতে আসা প্রাইভেট কারের ধাক্কায় সিলেট –সুনামগঞ্জ সড়কে সাইম উদ্দিন নামের এক অটোরিকশা (সিএনজি) চালক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছে। নিহত চালক জেলার ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ এলাকার দিঘলী উওরের চাকলপাড়ার ফরিদ উদ্দিনের ছেলে।
মঙ্গলবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ওই চালকের মৃত্যু হয়েছে বলে হাইওয়ে পুলিশ নিশ্চিত করেছে।,
সুনামগঞ্জের জয়কলস হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রনু মিয়া পিবিএকে জানান, সিলেট থেকে সুনামগঞ্জগামী একটি প্রাইভেটকার বেপরোয়া গতিতে এসে সিলেট-সুনামগঞ্জ সড়কের বুকারভাঙ্গা এলাকা অতিক্রম করার সময় সোমবার মধ্যরাতে বিপরীত দিক থেকে গোবিন্দগঞ্জমুখী আসা অপর একটি পিকআপ ভ্যানকে ধাক্কা দেয়।
ওই পিকআপভ্যানটি সড়কের পাশ্বে উল্টো পড়ে গেলে এর ভেতর থাকা যাত্রীরা আহত হন। আহতদের মধ্যে বাড়ি ফেরামুখী সিএওনজি চালক সাইম গুরুতর আহত হলে রাতেই হাইওয়ে পুলিশ তাকে চিকিৎসার জন্য এমএমজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা নেয়।
অপরদিকে দূর্ঘটনা ঘটিয়ে প্রাইভেটকার নিয়ে এর চালক দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
হাইওয়ে পুলিশের ইনচার্জ পিবিএকে আরো জানান, পালিয়ে যাওয়া প্রাইভেটকারটি জব্দ ও এর চালককের সন্ধানে বিভিন্নভাবে সোর্স নিয়োগ করা হয়েছে, নিহতের পরিবার বা হাইওয়ে পুলিশ স্বপ্রণোদিত হয়ে এ ব্যাপাওে মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছে।
প্রসঙ্গত: সাইম উদ্দিন ছাতকের জাতুয়া গ্রামের জনৈক ব্যক্তির সিএনজি অটোরিকশা ভাড়ায় চালিয়ে আসছিলেন। প্রতিদিনের ন্যায় সোমবার রাতে সিএনজি অটোরিকশা জাতুয়া গ্রামে মালিকের হেফাজতে রেখে পিকআপ ভ্যানে করে গোবিন্দগঞ্জের চাকলপাড়ায় নিজ বাড়িতে ফেরার পথেই দরিদ্র সিএনজি চালক দুর্ঘটনার কবলে পড়ে অকালে মৃত্যুর কোলে ঢলে পড়েন।
পিবিএ/এইচএস/হক