পিবিএ,সুনামগঞ্জ: পাখি পর্যবেক্ষণ এবং গবেষণা ক্যাম্পের আমন্ত্রণে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাংগুয়ার হাওর পরিদর্শন করেছেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।
বৃহস্পতিবার (৭ফেব্রুয়ারি) দুপুরে তাহিরপুর উপজেলা সদর থেকে দেশের দ্বিতীয় বৃহত্তম রামসার সাইট পাখির অভয়ারন্য টাংগুয়ার হাওরে পৌছালে তাকে স্বাগত জানান পাখি পর্যবেক্ষক এবং গবেষক সীমান্ত (দিপু), সাথে ছিলেন টাংগুয়া হাওর কেন্দ্রীয় সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড এর সভাপতি মনির মিয়া ও সাধারণ সম্পাদক আহম্মদ কবিরসহ টাংগুয়ার হাওর সংগঠনের নেতৃবৃন্দ।
পরে পাখিদের রিঙ পরানো সহ বিভিন্ন বিষয় নিয়ে উপস্থাপন করেন পাখি গবেষক ও পর্যবেক্ষক সীমান্ত( দিপু)। পরে জেলা প্রশাসক টাংগুয়ার হাওরের কয়েকটি হাওর পরিদর্শন করেন এবং পাখি পর্যবেক্ষক এবং গবেষকদের আটককৃত একটি পাখি রিঙ পড়িয়ে মুক্ত আকাশে ছেড়ে দেন। হাওর পরিদর্শনের পুর্বে জেলা প্রশাসক তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওরের টাকাটুকিয়া, মেশিন কড়ি, মাঝের খালু, কুরের খাল, পাঁচনালিয়া, আলমখালী ও কাউকান্দি এলাকায় হাওর রক্ষা বাঁধসমূহের মেরামত কাজ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপ-পরিচালক স্থানীয় সরকার সুনামগঞ্জ মোহাম্মদ এমরান হোসেন, তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমদ, এছাড়াও সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
পিবিএ/জেএইচআর/এমএসএম