পিবিএ, সিলেট: সুনামগঞ্জে সীমান্তে সাড়ে ৬ লাখ টাকার ভারতীয় চোরাই গরুর চালান আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।.
মঙ্গলবার দুপুরে বিনাশুল্কে ভারত থেকে চোরাইপথে গরুর চালানটি এপারে নিয়ে আসার পথে ২৮-বর্ডার গার্ড বিজিবির সুনামগঞ্জ ব্যাটালিয়নের বাঁশতলা বিওপির টহল দল আটটি গরু জব্দ করে।
ব্যাটায়িন অধিনায়ক লে. কর্ণেল মাকসুদুল আলম জানান, একদল চোরাকাবারি হুন্ডির মাধ্যমে আগাম অর্থ বিনিয়োগ করে সীমান্তের ওপার থেকে মঙ্গলবার দুপুরে জেলার দোয়ারাবাজারের বাঁশতলা এলাকা দিয়ে চোরাই গরুর একটি চালান নিয়ে আসার পথে বাঁশতলা বিওপির বিজিবি টহল দল অবৈধ চালানটি জব্দ করে।,
জব্দকৃত গরুর গুলোর মুল্য প্রায় ৬ লাখ ৪০ হাজার টাকা।
পিবিএ/এইচএস/হক