সুনামগঞ্জ সীমান্তে ভারতীয় মুদ্রা ও বিদেশি মদসহ আটক ১

পিবিএ,সিলেট: সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তের বিপুল পরিমাণ ভারতীয় মুদ্রা ও বিদশি মদের চালানসহ থেকে ইব্রাহিম হোসেন নামে এক চোরাকারবারীকে আটক করে বিজিবি।
আটককৃত ইব্রাহিম নেতকোনা জেলার কলমাকান্দা উপজেলার বরকাপনের বাকেরসাট গ্রামের আক্কাছ আলীর ছেলে।

শনিবার ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল মো. মাকসুদুল আলম পিবিএ’কে জানান, তাহিরপুরের লাউড়েরগড় বিওপির টহল দল হাবিলদার মোঃ খাইরুল ইসলামের নেতৃত্বে শনিবার দুপুরের দিকে ওই সীমান্তের আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দশঘর নামক এলাকা থেকে চোরাকাবারীকে ইব্রাহিমকে আটক করে।

এরপর তার শরীর তল্লাশী করে কোমড়ে বিশেষ কায়দায় রাখা বেশ কয়েকটি বিদেশি মদের বোতল ও বিপুল পরিমাণ ভারতীয় মুদ্রা (রুপী) ও বাংলাদেশি টাকা জব্দ করে।
তাহিরপুর থানার ওসি শ্রী নন্দন কান্তি ধর পিবিএ’কে জানান, আটককৃত চোরাকারবারীকে সন্ধায় থানায় সোপর্দ করার পর বিজিবির পক্ষ থেকে মানি লন্ডারিং ও মাদক চোরাকারবারের অভিযোগ এনে দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে।

পিবিএ/এইচএস/হক

আরও পড়ুন...