পিবিএ,সলেট: সীমান্তের ওপার থেকে চোরাই পথে নিয়ে আসা ভারতীয় একটি গরুর চালান সুনামগঞ্জের তাহিরপুরে আটক করা হয়েছে। সোমবার দুপুরে ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)ও সুনামগঞ্জের তাহিরপুরের ট্যাকেরঘাট বিওপির টহল দল প্রায় পৌণে দুই লাখ টাকা মুল্যের চোরাই গরুর চালানটি আটক করে।
ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল মাকসুদুল আলম জানান, তাহিরপুরের ট্যাকেরঘাট সীমান্ত’র মেইন পিলার ১২০৪/৪-এস এর নিকট হতে আনুমানিক ২হাজার গজ বাংলাদেশের অভ্যন্তরে ট্যাকেরঘাট বিওপির কোম্পানী কমান্ডার সুবেদার আনিছুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি টহল সোমবার দুপুরে দল অভিযান চালায়। অভিযানে উপজেলার বড়দল উওর ইউনিয়নের ব্রাম্মণগাঁও কোনাবাড়ি নামক এলাকা থেকে ০৪টি ভারতীয় গরু আটক করা। আটককৃত গরুর ওই চালানাটির আনুমানিক মুল্য প্রায় ১ লাখ ৭০ হাজার টাকা।
পিবিএ/এইচএস/হক