পিবিএ, মোংলা: সুন্দরবনের অভয়ারণ্যে মানুষ ঢুকে বনের ক্ষতি করছে। ডাঙ্গার মানুষ সুন্দরবনকে ধ্বংস করছে। তাই সুন্দরবনে যাতে কম মানুষ যায় সেটিই আমরা চাই। নিজের এলাকাকে নিজেদের রক্ষা করতে হবে। বিষ দিয়ে মাছ মারা বন্ধ করতে হবে। সুন্দরবনের খালে বিষ দিয়ে মাছ মারার ফলে সেই বিষ জোয়ারের পানিতে ঘেরে প্রবেশের ফলে লোকালয়ের মাছেরও ক্ষতি হচ্ছে যা জনস্বাস্থ্য’র জন্যও ক্ষতিকর। ২৩ সেপ্টেম্বর বুধবার সকালে বাগেরহাটের মোংলা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত আইন-শৃংখলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তৃতায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি একথা বলেন।
বুধবার সকাল ১০টায় অনুষ্ঠিত আইন-শৃংখলা কমিটির সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার কমলেশ মজুমদার। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, মোংলা সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ গোলাম সরোয়ার, সহকারি কমিশনার ( ভূমি ) নয়ন কুমার রাজবংশী, থানা অফিসার ইনচার্জ মোঃ ইকবাল বাহার চৌধুরী, বাগেরহাট জেলা পরিষদ সদস্য সেখ আব্দুর রহমান ও উপজেলা কৃষি কর্মকর্তা অনিমেষ কুমার বালা। সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন, ইউপি চেয়ারম্যান নিখিল চন্দ্র রায়, ইউপি চেয়ারম্যান মোল্লা মোঃ তারিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান শেখ কবির হোসেন, ইউপি চেয়ারম্যান গাজী আকবর হোসেন, ইউপি চেয়ারম্যান নারজিনা বেগম নাজিন, ইউপি চেয়ারম্যান মোঃ ইস্রাফিল হোসেন হাওলাদার প্রমূখ। আইন-শৃংখলা কমিটির সভায় উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি ঘূর্ণিঝড় আম্পান এবং করোনা পরিস্থিতি মোকাবেলায় গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য আইন-শৃংখলা বাহিনীর সদস্য, জনপ্রতিনিধি এবং সরকারি কর্মকর্তাদের অভিনন্দন জানান। আইন-শৃংখলা কমিটির সভার আগে উপমন্ত্রী হাবিবুন নাহার এমপি প্রধান অতিথি হিসেবে ফায়ার সার্ভিসের আগুন নিয়ন্ত্রণে আনার নিয়মিত মহড়া কার্যক্রম পর্যবেক্ষণ করেন। সকাল সাড়ে ৯টায় উপমন্ত্রী উপজেলা নির্বাহি অফিসারের কার্য্যালয়ে মতবিনিময় সভায় বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের অগ্রগতি বিষয়ে খোঁজ-খবর নেন।
পিবিএ/মোঃ নূর আলম/এসডি