পিবিএ,কয়রা(খুলন): খুলনা রেঞ্জের বানিয়াখালি স্টেশনের উদ্যোগে সুন্দরবনের সম্পদ আহরনকারিদের প্রচলিত আইন ও বিধি বিধান সম্পর্কে সচেতনতামুলক সভা অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার বেলা ১১ টায় স্টেশনের হল রুমে বানিয়াখালি স্টেশন কর্মকর্তা
কাজী মাহফুজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দাকোপ-কয়রা সহ ব্যবস্থপনা কমিটির সভাপতি ও মহেশ্বরীপুর ইউপি চেয়ারম্যান বিজয় কুমার সরদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় ইউপি
সদস্য মোহশিষ সরদার। সচেতনতামুলক সভায় আরও বক্তব্য রাখেন জেলেদের পক্ষে তোহিদ হোসেন, বাওয়ালীদের পক্ষে জাহাঙ্গীর আলম, মৌয়ালীদের পক্ষে ভবোতোষ মন্ডল প্রমুখ।
বন বিভাগের পক্ষ থেকে সুন্দরবনে বিষ প্রয়োগ করে মাছ শিকার, হরিন নিধন, কাঠ পাচার বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহন করা হয়েছে বলে জানানো হয়। স্থানীয় জেলে
বাওয়ালীদের সার্বিক সহযোগিতায় এটি নির্মুল করা সম্ভব বলে অনেকেই মতামত ব্যক্ত করেন। এ জন্য সুন্দরবনের সম্পদ যাতে সুষ্ঠুভাবে আহরন করা যায় সেই লক্ষে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। স্থানীয় জেলে
বাওয়ালী, মৌয়ালী সচেতনতামুলক সভায় অংশ গ্রহন করেন।
পিবিএ/সম্রাট/এসডি