পিবিএ,সাতক্ষীরা: পশ্চিম সুন্দরবনে সাতক্ষীরা রেঞ্জের গহিনে তেরকাটি খালে প্রজনন মৌসুমে অবৈধভাবে মাছ ধরার সময় মালামালসহ আলমগীর সরদার ও মামুন জোদ্দার নামে দুই জেলেকে হাতেনাতে আটক করেছে বুড়িগোয়ালিনী বন স্টেশন অফিসের সদস্যরা। এসময়ে জেলেদের ব্যবহৃত ১ টি নৌকা, আহরিত মাছ ও মাছ ধরার জালসহ আনুসঙ্গিক জিনিসপত্র জব্দ করে।
মঙ্গলবার ভোর সাড়ে ৬ টার দিকে বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা (এসও) সুলতান আহমদের নেতৃত্বে সদস্যরা জেলেদের আটক করে।
আটক দুই জেলে হলো- শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের দাতিনাখালী গ্রামে রবিউল সরদারের ছেলে আলমগীর সরদার ও ওয়াজেদ জোদ্দারের ছেলে মামুন জোদ্দার।
সাতক্ষীরা সহকারি রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) এমএ হাসান সত্যতা নিশ্চিত করে বলেন, সুন্দরবনে নদী-খালে মাছের প্রজনন মৌসুমে বেআইনীভাবে মাছ ধরার সময় দুই জেলেকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
পিবিএ/এস,এম,হাবিবুল হাসান/এসডি