পিবিএ,বাগেরহাট: বিশ্বঐতিহ্য সুন্দরবনের ভেতরে সব ধরনের দাহ্য পদার্থ বহন ও ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। সুন্দরবনে কোনো ধরনের দাহ্য পদার্থ নিয়ে কেউ যাতে ঢুকতে না পারে, এ জন্য সতর্কীকরণ বিজ্ঞপ্তি দিয়েছে বন বিভাগ।
বন বিভাগ বলছে, বছরের শুষ্ক মৌসুমে সুন্দরবনে আগুন লাগার আশঙ্কা বেড়ে যায়। বিশেষ করে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আওতাধীন বৈদ্যমারী, কাটাখালী, বরইতলা, জিউধরা, গুলিশাখালী, আমুরবুনিয়া, নাংলী ও বনের কলমতেজী এলাকা স্পর্শকাতর। এ কারণে সুন্দরবনের ভেতরে সব ধরনের দাহ্য পদার্থ বহন ও ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। সতর্কীকরণ বিজ্ঞপ্তির বিষয়টি বৃহস্পতিবার সাংবাদিকদের নিশ্চিত করেছেন বন কর্মকর্তা ।
সুন্দরবন পূর্ব বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. মাহমুদুল হাসান জানান, শুষ্ক মৌসুমে সুন্দরবনে আগুন লাগার আশঙ্কা বেশি থাকে। এ কারণে সুন্দরবনের ভেতরে প্রবেশকারী জেলে, বাওয়ালি, মৌয়াল ও দর্শনার্থীদের বিড়ি-সিগারেট, মশাল ও অন্যান্য দাহ্য পদার্থ নিয়ে বনে প্রবেশ এবং ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করে সতর্কীকরণ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
পিবিএ/এসএইচ/হক