পিবিএ, সাতক্ষীরা : সুন্দরবনে বনদস্যু জিয়া বাহিনীর জিম্মি দশা থেকে কৌশলে পালিয়ে নিজ নিজ বাড়িতে ফিরেছে অপহৃত দুই জেলে মজিদ সানা ও আব্দুল্লাহ গাজী। তাদেরকে গত শনিবার নদীতে মাছ ধরা অবস্থায় মুক্তিপনের জন্য অপহরণ করে।
মঙ্গলবার (১৬ জুন) দুপুর ১২ টার দিকে জেলেরা শ্যামনগর উপজেলার কাচিকাটা বিজিবি সদস্যদের সহায়তায় বাড়িতে ফিরে আসে।
জিম্মি দশা থেকে ফিরে আসা জেলে আব্দুল্লাহ জানায়, গত শনিবার গহিন সুন্দরবনে ভারত সীমান্তবর্তী ছায়ারটেক নামক স্থানে মাছ ধরাকালীন জিয়া বাহিনী সদস্যরা অস্ত্রের মুখে তাদের জিম্মি করে ভারতীয় সীমান্তে নিয়ে যায় এবং মুক্তিপনের জন্য ৭ লাখ টাকা দাবি করে। এসময়ে জিয়া বাহিনীর সদস্যরা তাদের উপরে আমানসিক নির্যাতন চালায়। এক পর্যায়ে সোমবার রাত ৩ টার দিকে নৌকায় বনদস্যুদের ঘুমানো সুযোগে তারা দুইজন কৌশলে সুন্দরবনে লুকিয়ে পড়ে। ভোরের দিকে নদী সাঁতড়ে বাংলাদেশ সিমানায় আসার সময় টহলরত কাচিকাটা বিজিবি সদস্যরা তাদের দেখতে পেয়ে উদ্ধার করে।
পিবিএ/এস,এম,হাবিবুল হাসান/এমএ