সুন্দরবনে র‌্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ ৪ বনদস্যু নিহত

বন্দুকযুদ্ধে
প্রতীকি ছবি

পিবিএ, খুলনা: সুন্দরবনে র‌্যাবের সাথে আমিনুর বাহিনীর প্রধানসহ ‘বন্দুকযুদ্ধে’ ৪ জন বনদস্যু নিহত হয়েছে। আজ মঙ্গলবার সকালে সুন্দরবনের খুলনা রেঞ্জের শিবসা নদীর পাশে কয়রা খালে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ সময় র‌্যাব-৬ এর দুই সদস্য আহত হয়েছেন।
নিহত বনদস্যুদের মধ্যে দুই জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলো, বাহিনী প্রধান আমিনুর ইসলাম ও তার সেকেন্ড ইন কমান্ড রফিক। অন্য দু’জনের পরিচয় পাওয়া যায়নি। তবে তারাও দস্যু দলের সক্রিয় সদস্য বলে জানা গেছে।
ঘটনাস্থল থেকে অস্ত্র, গোলাবারুদ ও বনদস্যুদের ব্যবহৃত একটি কাঠের নৌকা উদ্ধার করা হয়েছে। র‌্যাব-৬ এর এএসপি তোফাজ্জল হোসেন এ তথ্যা নিশ্চিত করেছেন।

তিনি জানান, র‌্যাব-৬ নিয়মিত পেট্রোল ডিউটি চলাকালিন গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সুন্দরবনের ওই অংশে একদল বনদস্যু অবস্থান করছে। সেখানে অভিযান চালানোর সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তারা গুলি ছোড়ে। এ সময় র‌্যাবও পাল্টা গুলি চালায়। পরে বনদস্যুরা পিছু হটলে সেখান থেকে ৪ জন বনদস্যুকে গুলিবীদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। তাদেরকে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
নিহতদের পরবর্তি আইনী প্রক্রিয়ার জন্য কয়রা থানায় পাঠানো হয়েছে।

পিবিএ/ শেখ হারুন অর রশিদ/জেডআই

আরও পড়ুন...