সুন্দরবনে হরিণের মাথা, চামড়া ও মাংস উদ্ধার

5-02-19-Khulna-1
উদ্ধারকৃত হরিণের চামড়া

পিবিএ,খুলনা: সুন্দরবন থেকে শিকার করে পাচারকালে হরিণের দুটি মাথা, দুটি চামড়া ও ১০কেজি মাংস উদ্ধার করেছে কোস্টগার্ড।মঙ্গলবার ভোররাতে সুন্দরবনের কালির খাল এলাকায় অভিযান চালিয়ে এ হরিনের চামড়া ও মাথাসহ মাংস উদ্ধার করে।

মঙ্গলবার দুপুরে কোস্ট গার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট আবদুল্লাহ আল মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড পশ্চিম জোনের কৈখালী ষ্টেশনের একটি টহল দল সুন্দরবনের কালির খাল এলাকায় অভিযান পরিচালনা করে। কোষ্ট র্গাডের অবস্থান বুঝতে পেরে চোরা শিকারীরা বনের মধ্যে পালিয়ে যায়। এ সময় সেখান থেকে হরিণের দুটি চামড়া, হরিণের দুটি মাথা ও ১০ কেজি হরিণের মাংস উদ্ধার করে। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি কোষ্টর্গাড। উদ্ধারকৃত হরিণের চামড়া, মাথা এবং মাংস কৈখালী ফরেস্ট অফিসে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য হস্তান্তর করেছে কোষ্টর্গাড।

 

পিবিএ/এসসি/ ইএইচকে

আরও পড়ুন...