সুপ্রভাত পরিবহনের ঘাতক চালকের ৭ দিনের রিমান্ড

সুপ্রভাত
সুপ্রভাত পরিবহনের একটি বাসের চালক সিরাজুল ইসলাম

পিবিএ, ঢাকা: সুপ্রভাত পরিবহনের ঘাতক বাসচাল সিরাজুল ইসলামের সাতদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ বুধবার (২০ মার্চ) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক দেবদাস চন্দ্র অধিকারী এ রিমান্ড মঞ্জুর করেন। গতকাল মঙ্গলবার রাজধানীর প্রগতি স্মরণী সড়কে চালক সিরাজুল ইসলাম বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ছাত্র আবরার আহমেদ চৌধুরীকে নির্মমভাবে চাপা দিয়ে হত্যা করেছিল।

এর আগে বাসচালক সিরাজুল ইসলামকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের জন্য আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার ওসি আমিনুল ইসলাম। শুনানি শেষে আদালত ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত মঙ্গলবার (১৯ মার্চ) সকাল ৭টার দিকে রাজধানীর প্রগতি সরণির নর্দ্দা এলাকায় সুপ্রভাত পরিবহনের একটি বাসের চালক সিরাজুল বিইউপির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ছাত্র আবরার আহমেদ চৌধুরীকে চাপা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে অন্যান্য শিক্ষার্থী ও পথচারিরা ধাওয়া করে ধরে ফেলে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে আটক করে।

পরে এ ঘটনায় গুলশান থানায় একটি মামলা করা হয়।

পিবিএ/এএইচ

আরও পড়ুন...