সুপ্রভাত বাস মালিক ননী গোপাল তিন দিনের রিমান্ডে

সুপ্রভাত বাস মালিক ননী গোপাল

পিবিএ,ঢাকা: শিক্ষার্থী আবরার আহাম্মেদ চৌধুরীকে চাপা দেওয়া সু-প্রভাত বাসটির মালিক ননী গোপালের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

আজ শুক্রবার বিকেলে ঢাকা মহানগর হাকিম আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক কাজী শরিফুল ইসলাম তদন্তের স্বার্থে আসামীকে তিন দিনের জিজ্ঞাসাবাদের আবেদন করলে শুনানি শেষে হাকিম বাকি বিল্লাহ তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে বৃহস্পতিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর মুগদা থেকে ননী গোপালকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। ঐদিন রাতে ঢাকার অতিরিক্ত পুলিশ কমিশনার আব্দুল বাতেন বিষয়টি নিশ্চিত করে জানান, মুগদার একটি বাসা থেকে সুপ্রভাত বাসটির মালিক গোপালকে গ্রেফতার করা হয়েছে।

গত ১৯ মার্চ রাজধানীর নদ্দা এলাকায় সুপ্রভাত বাসের চাপায় ইউনিভার্সিটি অব প্রফেশনালসের শিক্ষার্থী আবরার নিহত হন। এ ঘটনায় আবরারের বাবা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আরিফ আহাম্মেদ চৌধুরী বাদী হয়ে গুলশান থানায় মামলা করেন। মামলায় বাসটির চালক সিরাজুল ইসলাম, কন্ডাকটর ইয়াছিন আরাফাত, চালকের সহকারী ইব্রাহীম ও বাসটির মালিককে আসামি করা হয়।

পিবিএ/এএইচ

আরও পড়ুন...