সুপ্রিম কোর্ট বার সমিতির নির্বাচনে আ.লীগ সভাপতি সহ ৬টি, বিএনপি সম্পাদক সহ ৮টিতে বিজয়ী

পিবিএ, ঢাকা: সুপ্রিম বার সমিতির নির্বাচনে সভাপতিসহ ছয়টি পদে জয় পেয়েছেন আওয়ামী লীগ সমর্থিত আইনজীবী প্যানেলের সদস্যরা। অন্যদিকে, সাধারণ সম্পাদকসহ আটটি পদে জয় পেয়েছেন বিএনপি সমর্থিত প্যানেলের সদস্যরা।

নির্বাচনে সভাপতি হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত এ এম আমিন উদ্দিন। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে জয় পেয়েছেন বিএনপির ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন। এ নিয়ে খোকন সপ্তমবারের মতো এই সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন।

শুক্রবার (১৫ মার্চ) সকালে বার সমিতির মিলনায়তনে ভোটের ফল ঘোষণা করেন এই নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার এ ওয়াই মশিউজ্জামান। ঘোষিত ফল অনুযায়ী, সভাপতি, একটি সহসভাপতি, একটি সহ-সম্পাদক ও সদস্য পদে তিন জন আওয়ামী লীগের প্যানেলের প্রার্থীরা জয়ী হয়েছেন। অন্যদিকে বিএনপি প্যানেল থেকে একজন সহসভাপতি, সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ, একজন সহসম্পাদক ও চার জন সদস্য নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে সভাপতি পদে এ এম আমিন উদ্দিন পেয়েছেন ৩ হাজার ২২৫ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী এ জে মোহাম্মদ আলী পেয়েছেন ২ হাজার ৪৪৩ ভোট। অন্যদিকে, সাধারণ সম্পাদক পদে মাহবুব উদ্দিন খোকন পেয়েছেন ৩ হাজার ৫৬ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের আবদুন নুর দুলাল পেয়েছেন ২ হাজার ৬৪৯ ভোট। আর কোষাধ্যক্ষ পদে বিএনপির প্রার্থী মোহাম্মদ ইমাম হোসেনের (২ হাজার ৯৪৭ ভোট) কাছে পরাজিত হয়েছেন আওয়ামী লীগের সৈয়দ আলম টিপু ২ (হাজার ৮৩০ ভোট)।

এদিকে, সমিতিতে সহসভাপতি ও সহসম্পাদকের দুইটি করে পদ রয়েছে। দুই ক্ষেত্রেই একজন করে বিএনপি ও একজন করে আওয়ামী লীগের প্রার্থী জয় পেয়েছেন। আওয়ামী লীগ থেকে সহসভাপতি হয়েছেন জসিম উদ্দিন, বিএনপি থেকে আবদুল বাতেন। আবার আওয়ামী লীগ থেকে সহসম্পাদক হয়েছেন কাজী শামসুল হাসান শুভ, বিএনপি থেকে শরিফ ইউ আহমেদ।

নির্বাচনে জয়ী আওয়ামী লীগের সদস্যরা হলেন— আফিফা আফরোজ রানী, শামীম সরদার ও চঞ্চল কুমার বিশ্বাস। আর বিএনপি থেকে নির্বাচিত সদস্যরা হলেন— মোহাম্মদ উসমান চৌধুরী, কাজী আখতার হোসেন, রাশিদা আলিম ঐশীও সৈয়দা শাহীন আরা লাইলী।

উল্লেখ্য, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০১৯-২০ মেয়াদের কমিটি গঠনের জন্য গত ১৩ ও ১৪ মার্চ ভোট অনুষ্ঠিত হয়। এই দুই দিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। এতে সদস্যসহ দুই প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা হয় ১৪টি পদের জন্য। সুপ্রিম কোর্ট বার সমিতির মোট ভোটার ৭ হাজার ৮২৫। এ ওয়াই মশিউজ্জামান জানান, এর মধ্যে ভোট গৃহীত হয়েছে ৫ হাজার ৮২১টি।

পিবিএ/এএইচ

আরও পড়ুন...