সুবর্ণচরে গণধর্ষণের ঘটনায় আরেকজনকে গ্রেফতার

পিবিএ ডেস্ক : সংসদ নির্বাচনের রাতে নোয়াখালীর সুবর্ণচরে স্বামী-সন্তানকে বেঁধে এক গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় সন্দেহভাজন আরেকজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত জসিম উদ্দিন (৩০) সুবর্ণচরের চরজুবলী ইউনিয়নের মধ্যম বাগ্যা গ্রামের মোতাহের হোসেনের ছেলে।

এ প্রসঙ্গে চরজব্বার থানার পরিদর্শক (তদন্ত) ইব্রাহিম খলিল জানান, ‘আজ শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে চট্টগ্রামের নাজিরহাট এলাকায় অভিযান চালিয়ে জসিমকে গ্রেফতার করা হয়’।

পেশায় কলা বিক্রেতা জসিম ওই ধর্ষণের ঘটনার পর এলাকা ছেড়ে পালিয়েছিলেন। তদন্তে নেমে পুলিশ ঘটনার সঙ্গে জসিমের সম্পৃক্ততা পায়।

পরিদর্শক খলিল বলেন, ‘জসিমের অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়ে চরজব্বার থানা পুলিশের একটি দল রাতে চট্টগ্রামে গিয়ে তাকে গ্রেফতার করে।’

গত ৩০ ডিসেম্বর ভোটের রাতে সুবর্ণচরের মধ্যবাগ্যা গ্রামে ওই ধর্ষণের ঘটনার পর এ পর্যন্ত মোট ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে একজন সাবেক ইউপি সদস্য ও স্থানীয় আওয়ামী লীগ নেতা, চারজন ইটভাটা শ্রমিক।

মামলার অপর আসামিদেরকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পরিদর্শক খলিল।

ধর্ষণের শিকার ওই চল্লিশোর্ধ নারী অভিযোগ করে আসছেন, ভোটের সময় নৌকার সমর্থকদের সঙ্গে তার কথা কাটাকাটি হয়েছিল। এরপর রাতে সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক রুহুল আমিনের দলবল বাড়িতে গিয়ে তাকে ধর্ষণ করে।

চরজব্বার থানায় ওই নারীর স্বামীর দায়ের করা মামলার এজাহারে বলা হয়, আসামিরা তার বসতঘর ভাংচুর করে, ঘরে ঢুকে বাদীকে পিটিয়ে আহত করে এবং সন্তানসহ তাকে বেঁধে রেখে স্ত্রীকে দলবেঁধে ধর্ষণ করে।

 

আরও পড়ুন...