পিবিএ/ঢাকা: স্বামী ও সন্তানদের বেঁধে রেখে নোয়াখালীর সুবর্ণ চর উপজেলার চরজুবলী ইউনিয়নের চরবাগ্গা গ্রামে এক গৃহবধূকে (৩২) ঘর থেকে তুলে নিয়ে ধর্ষণের ঘটনায় এ পর্যন্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন বলেন, লক্ষ্মীপুর থেকে আটক করা হয়েছে স্বপন (২৯) ও নোয়াখালীর চরজব্বর থেকে গ্রেপ্তার করা হয়েছে বাদশা আলমকে (৩৫)।
অন্যান্য আসামীদের গ্রেফতার করতে নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর ও লাকসামে পুলিশের চারটি টিম কাজ করছে বলে জানিয়েছে পুলিশ।
উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন মধ্যরাতে নোয়াখালীর সুবর্ণ চর উপজেলার চরজুবলী ইউনিয়নের মধ্য বাগ্যার বাসিন্দা সিএনজিচালক সিরাজ মিয়ার ঘরে একদল সন্ত্রাসী প্রবেশ করে তাঁকে ও তাঁর সন্তানদের বেঁধে রেখে স্ত্রীকে বাড়ির উঠানে নিয়ে ধর্ষণ করে। সোমবার তাঁকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
পিবিএ/এফএস