সুবর্নচরে বেড়িবাঁধ নির্মাণে ক্ষতিপূরণ পায়নি ক্ষতিগ্রস্থরা

OAKHALI SUBARNA CHAR
সুবর্নচরের বেড়িবাঁধ।

পিবিএ,নোয়খালী: নোয়াখালীর সুবর্নচরে বেড়িবাঁধ নির্মাণের জন্য ভূমি অধিগ্রহনের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে ভূমিহীনদের একমাত্র বসত ভিটা। এখনো পর্যন্ত ক্ষতিপূরণ না পাওয়ায় পরিবার পরিজন নিয়ে ভবিষ্যৎতের চিন্তায় দিশেহারা তারা। ক্ষতিগ্রস্ত ভূমির মালিকরা দ্রুত সরকারের কাছে ক্ষতিপূরণ দাবী করেছে। তবে বরাদ্ধ পেলে যথা সময়ে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের ক্ষতিপূরন প্রদানের আশ্বাস দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার দক্ষিণাঞ্চলের অধিবাসীদের নদী ভাঙ্গন ও প্রাকৃতিক জলোচ্ছ্বাস থেকে রক্ষা করতে নোয়াখালী পানি উন্নয়ন বোর্ড সিডিএসপি প্রকল্প-৪ এর আওতায় নলের চর ও নাঙ্গলিয়ার চরে রিজার্ভ বেড়িবাঁধ নির্মাণের উদ্যেগ নেয়। বেড়িবাঁধ নির্মানের জন্য যে ভূমির প্রয়োজন হয় তাও অধিগ্রহন করে পানি উন্নয়ন বোর্ড। অধিগ্রহনকৃত ভূমিতে বেড়িবাঁধ নির্মাণ প্রায় শেষ প্রর্যায়ে চলে এলেও এখনো ক্ষতিপূরণ পায়নি অধিগ্রহনের আওতায় ক্ষতিগ্রস্ত ভূমির মালিকরা। ক্ষতিগ্রস্ত ভূমির মালিকরা বার বার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ধর্না দিয়েও কোন লাভ হচ্ছেনা।

স্থানীয় বাসিন্ধারা জানান, আমরা রাত-দিন অনেক কষ্ট করে, দস্যুদের নির্যাতন সহ্য করে এই সম্পত্তি অগলে রেখেছি। অথচ আমাদের থাকার শেষ সম্বল টুকু বেড়িবাঁধে চলে যাচ্ছে। সরকার যেহেতু আমাদের জন্য বেড়ি বাঁধ দিচ্ছে এখন হিসেব করে আমাদের ক্ষতিপূরণটা দিয়ে দিলেই আমরা পরিবার পরিজন নিয়ে বাঁচতে পারি।

নোয়াখালী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ নাছির উদ্দিন জানান, বেড়িবাঁধ নির্মাণে অধিগ্রহনকৃত ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের ক্ষতিপূরণ দেয়া হবে। বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

পিবিএ/ ইএন/ইএইচকে

আরও পড়ুন...

preload imagepreload image