সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ইবি ‘সিআরসি’র ঈদ সামগ্রী বিতরণ

নাজমুল হুসাইন,ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পার্শ্ববর্তী পথশিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন ‘কাম ফর রোড চাইল্ড’ (সিআরসি)। শুক্রবার (২৩ জুন) বেলা সাড়ে এগারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকায় প্রায় অর্ধশতাধিক সুবিধাবঞ্চিত শিশুর মাঝে এ কর্মসূচি পালন করেন সংগঠনটির সদস্যরা।

জানা যায়, ঈদ উপহার সামগ্রী হিসেবে প্রত্যেকের পোলাও চাল, চিনি, সেমাই, সয়াবিন তেল, গুড়া দুধ, নুডুলস, মসলা, কিচমিচ, সাবান ও শ্যাম্পু বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির ইবি শাখার সভাপতি রনি সাহা ও সদস্য সাইফুল ইসলাম, মুরছালিন, পায়েল এবং মমিনুলসহ অন্যান্যরা।

এসময় ইবি শাখার সভাপতি রনি সাহা বলেন, “আমরা প্রতিবারের ন্যায় এবারও ঈদের খুশিকে ভাগাভাগি করে নেওয়ার জন্য সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছি। আজ আমাদের কর্মসূচির প্রথম দিন ছিলো। পরবর্তীতে ঈদের আগ পর্যন্ত উপহার বিতরণের ধারা বিভিন্ন ধাপে অব্যাহত থাকবে।”

প্রসঙ্গত, ২০১৬ সালে ক্যাম্পাসে ইবি সিআরসি শাখা প্রতিষ্ঠিত হয়। তখন থেকে সংগঠনটি বছরজুড়ে পথশিশুদের নিয়ে বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

আরও পড়ুন...