সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ইবি ‘সিআরসি’র শীতবস্ত্র বিতরণ

নাজমুল হুসাইন,ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) পার্শ্ববর্তী পথশিশু ও গরীব-দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন ‘কাম ফর রোড চাইল্ড’ (সিআরসি)। মঙ্গলবার (২০ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে (টিএসসিসি) এ কর্মসূচি পালন করে সংগঠনটির সদস্যরা।

‘থেকে একসাথে যুক্ত, করব পৃথিবী পথশিশু মুক্ত’ এই স্লোগানকে সামনে রেখে ক্যাম্পাস পাশ্ববর্তী এলাকার সুবিধা বঞ্চিত প্রায় অর্ধশত পথশিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে সংগঠনটি। এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মাজেদুল হক, সভাপতি আতিকুর রহমান, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, সহ-সভাপতি সাখাওয়াত হোসেন ও সাংগঠনিক সম্পাদক যুবায়ের রহমান। সংগঠনের কোষাধ্যক্ষ রনি সাহার সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন উপ-অর্থ সম্পাদক এস এম সৌরভ শেখ ও উপ-দপ্তর সম্পাদক এমদাদ হোসেন সহ অন্যান্য সদস্যরা।

এসময় সংগঠনটির সভাপতি আতিকুর রহমান বলেন, ‘আজকের এই কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি ভবিষ্যতে আমরা এই ধরনের আরও বিভিন্ন কর্মসূচি পালন করব। এজন্য আমাদের সকল সদস্যদের নিঃস্বার্থভাবে কাজ করার আহ্বান জানাচ্ছি।’

উল্লেখ্য, ২০১৬ সালে ইবি সিআরসি শাখা প্রতিষ্ঠিত হয়। তখন থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে গঠিত সংগঠনটি বছরজুড়ে পথশিশুদের নিয়ে বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

আরও পড়ুন...