পিবিএ,জয়পুরহাট: বিচার প্রার্থীদের সুষ্ঠু ও ন্যায় বিচার দিতে হলে বার এবং বেঞ্চের মধ্যে সমন্বয় রেখে কাজ করতে হবে। বার এবং বেঞ্চের কোনও পক্ষকে বাদ দিয়ে বিচারিক কর্মকা- চলার কোনও সুযোগ নাই। দেশে আইন শৃঙ্খলা ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় বিচারকদের যেমন রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা তেমনি আইনজীবীদেরও রয়েছে সার্বিক বিচারে আদালতকে সহযোগিতা করা।
বৃহস্পতিবার বিকেলে জয়পুরহাট জেলা আইনজীবী ভবনে তৃতীয় তলায় আইনজীবী সমিতির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির উদ্যোগে জয়পুরহাটের নবাগত জেলা ও দায়রা জজ এম,এ, রব হাওলাদার ও তার সহধর্মিনী কাজী তাসলিমা কে সম্বর্ধনা
সভায় প্রধান অতিথির বক্তব্যে জয়পুরহাটের নবাগত জেলা ও দায়রা জজ এম.এ. রব হাওলাদার উপরোক্ত কথাগুলো বলেন। জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. নৃপেন্দ্রনাথ মন্ডল পিপি’র সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক হুইপ এ্যাড. এ.ই.এম. খলিলুর রহমান, এ্যাড.
মোমিন আহম্মেদ চৌধুরী জিপি, সমিতির সাধারণ সম্পাদক এ্যাড. শাহনুর রহমান শাহীন।
তিনি আরও বলেন, জ্ঞান-অভিজ্ঞতা এবং প্রজ্ঞায় আলোকিত হয়ে আইনের শাসন প্রতিষ্ঠায় দলমত নির্বিশেষে আমরা বার ও বেঞ্চ সমন্বয়ে অবদান রাখবো। তিনি বিচার কাজে জেলা আইনজীবী সমিতির সদস্যদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন নবাগত জেলা ও দায়রা জজের সহধর্মীনি, জয়পুরহাট জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জজ) ড. এ.বি.এম. মাহমুদুল হক, অতিরিক্ত জেলা ও দায়রা জজ গোলাম সারোয়ার, ভারপ্রাপ্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ ইকবাল বাহার, ,যুগ্ন জেলা জজ নুরুজ্জামান,যুগ্ন জেলা জজ অরুন পাল,সিনি: জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট তৌফিকুল ইসলাম,সিনি: সহ: জজ এজিএম মনিরুল ইসলাম, সিনি: জুডিশিয়াল ম্যজিষ্ট্রেট গোপালচন্দ্র রায়, জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট নাহিদ আকতার জুলিয়েট। সহ বিভিন্ন আদালতের বিচারকবৃন্দ এবং আইনজীবী সমিতির বিপুল সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন।
পিবিএ/এবিসি/হক