পিবিএ, ঢামেক : ফেনীর মাদ্রাসা ছাত্রীকে পুড়িয়ে মারার ঘটনায় তার বাবা দোষীদের আইন অনুযায়ী সুষ্ঠু ও ন্যায় বিচার দাবি করছেন। মেয়ে নুসরাতের আত্মার শান্তির জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন তিনি।
ঢাকা মেডিকেল কলেজ মর্গে মেয়ের জন্য বাবা মাওলানা একেএম মুসা মানিকের আহাজারিতে হৃদয়বিদারক এক আবহাওয়া সৃষ্টি হয়। সকাল থেকেই মেয়ে লাশের অপেক্ষায় মর্গে সামনে বসে আছেন তিনি।
তিনি বলেন, ডাক্তার, নার্স, এলাকার মানুষ, মন্ত্রী, সাংবাদিকসহ আপনারা সকলেই আমার মেয়েরর জন্য অনেক কষ্ট করেছেন। এজন্য আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ। আমি ভাষা হারিয়ে ফেলেছি। আমার একটি মাত্র মেয়ে। আমার কলিজা। দোয়া করবেন আল্লাহ যেনো ওকে কবুল করেন। আর যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের আইন অনুযায়ী সুষ্ঠু ও ন্যায় বিচার কামনা করছি।
পিবিএ/এইচএ/জেডআই