সুষ্ঠ ও গ্রহনযোগ্য নিবার্চনের জন্য মতবিনিময় সভা


পিবিএ,খুলনা: নিবার্চণ কমিশনার কবিতা খানম বলেছেন, কোন প্রশ্নবিদ্ধ উপজেলা নিবার্চন দেখতে চায় না নিবার্চন কমিশন। একটা সুষ্ঠ পরিবেশে নিবার্চন হবে। এজন্য প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীকে কঠোর হয়ে আইন প্রয়োগ করতে হবে। নিবার্চনে কোথাও কোন প্রশ্ন উঠলে তার জন্য দায়ীদের বিরুদ্ধে তদন্তপূবর্ক কঠোর ব্যবস্থা নেয়া হবে। বুধবার সন্ধ্যায় খুলনায় নিবার্চণ সংশ্লিষ্ঠ কর্মকর্তাদের সাথে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি সবাইকে সতর্ক করে দিয়ে বলেন, ভোটাররা যেন সুষ্ঠ ও শান্তিপূর্ন পরিবেশে ভোট দিতে পারে যেকোন মূল্যে সে ব্যবস্থা করতে হবে। প্রয়োজনে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য ও নিবার্হী ম্যজিষ্ট্রেটদের ভ্রাম্যমান আদালত বাড়িয়ে ব্যবস্থা নিতে হবে। আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে প্রশাসন, নিবার্চনী কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা কেউই দায় এড়াতে পারবেন না বলেও হুশিয়ারি দেন তিনি।

মতবিনিময় সভায় পক্ষপাতমূলক আচরনের উর্ধ্বে থেকে অবাধ, সুষ্ঠ ও গ্রহনযোগ্য নিবার্চন অনুষ্ঠানে কর্মকর্তাদের নির্দেশনাও দেন তিনি। খুলনার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিভাগীয় কমিশনার মো: লোকমান হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় ডিআইজি দিদার আহমেদ, পুলিশ কমিশনার সরদার রকিবুল ইসলাম, আঞ্চলিক নিবার্চণ কর্মকর্তা মো: ইউনুস আলীসহ খুলনা, যশোর ও বাগেরহাটের জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নিবার্হী কর্মকর্তা ও নিবার্চণ সংশ্লিষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পিবিএ/এসডি/এমএসএম

আরও পড়ুন...