সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে মস্কোতে হাজার হাজার মানুষের বিক্ষোভ

পিবিএ ডেস্ক: সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে রাশিয়ার রাজধানী মস্কোতে বিক্ষোভ করেছে প্রায় ২০ হাজারের বেশি মানুষ। বিক্ষোভ র‍্যালি আয়োজনের জন্য স্থানীয় প্রশাসনই অনুমতি দেয়।

বিক্ষোভকারীদের দাবি, আগামী সেপ্টেম্বরে রাশিয়ায় অনুষ্ঠিতব্য নির্বাচনে সরকারবিরোধী প্রার্থীরা যেন অংশ নিতে পারেন।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচনে অংশগ্রহণের সক্ষমতা অর্জন করতে হলে একজন প্রার্থীকে অন্তত পাঁচ হাজার নাগরিকের স্বাক্ষর জোগাড় করতে হয়। বিরোধী প্রার্থীরা তা করেছেন।

এদিকে বিক্ষোভে যোগ দিয়েছিলেন রাশিয়ার অন্যতম প্রভাবশালী বিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনি। এ কৌশলে বিরোধীদলের অন্তত ৩০ প্রার্থীকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হচ্ছে না।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রশাসনের কাছে আন্দোলনকারীরা অভিযোগ করেছেন, সরকারবিরোধী নেতাদের পক্ষে সমর্থকদের জোগাড় করা স্বাক্ষর ভুল পদ্ধতিতে যাচাই করে বাতিল ঘোষণা করা হয়েছে।

বিক্ষোভ সমাবেশে নাভালনি বলেন, ‘এটি যে একটি বিপজ্জনক খেলা, সেটি আমরা তাদের দেখিয়ে দেব। আমাদের নিজেদের প্রার্থীদের জন্য লড়াই করতে হবে।’

পিবিএ/বাখ

আরও পড়ুন...