পিবিএ ডেস্ক: বাংলাদেশে আশ্রয় নেওয়ান সকল রোহিঙ্গাদের দ্রুত সময়ের মধ্যে ফিরিয়ে নিতে মিয়ানমারের প্রতি জোরালো আহ্বান জানিয়েছে ভারত।
রবিবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে মিয়ানমারের স্টেট কাউন্সেলর অং সান সু চির সঙ্গে বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ওই আহ্বান জানান।
ব্যাংককে দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ানের শীর্ষ সম্মেলনের ফাঁকে ওই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকের পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, ‘প্রধানমন্ত্রী ভারত, বাংলাদেশ ও মিয়ানমার—এই তিন প্রতিবেশী রাষ্ট্র এবং আঞ্চলিক নিরাপত্তার স্বার্থে রাখাইন রাজ্য থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া লোকদের দ্রুত, নিরাপদ ও টেকসইভাবে তাদের বাড়িঘরে ফেরার ওপর জোর দিয়েছেন।’
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, ভারত এরই মধ্যে রাখাইন রাজ্যে তার প্রথম প্রকল্পের আওতায় আড়াইশ’ বাড়ি নির্মাণ শেষে গত জুলাই মাসে মিয়ানমার সরকারের কাছে হস্তান্তর করেছে। সু চির সঙ্গে বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী রাখাইন রাজ্যে আরও আর্থ-সামাজিক প্রকল্প নিতে ভারত প্রস্তুত আছে বলে জানিয়েছে।
পিবিএ/ইকে