সূত্রাপুরে ছাত্র আন্দোলনে হত্যা: কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা গ্রেফতার

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে কবি নজরুল সরকারী কলেজের শিক্ষার্থী ইকরাম হোসেন কাউসার ও সোহরাওয়ার্দী সরকারী কলেজের শিক্ষার্থী ওমর ফারুক হত্যা মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাহিত্য বিষয়ক উপ-সম্পাদক আজহারুল হক ফরাজীকে গ্রেফতার করেছে সূত্রাপুর থানা পুলিশ।

শনিবার (২৬ অক্টোবর ) সন্ধ্যায় সূত্রাপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

রোববার (২৭ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।

সূত্রাপুর থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আজহারুল হক ফরাজী বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ইকরাম ও ওমর ফারুক হত্যা মামলার তদন্তে প্রাপ্ত আসামি। ভিকটিম ইকরাম ও ওমর ফারুক গত ১৯ জুলাই সকাল আনুমানিক ১১:০০ টা হতে রাত ৯:০০ টা পর্যন্ত সূত্রাপুর থানার কবি নজরুল সরকারী কলেজ ও শহীদ সোহরাওয়ার্দী সরকারী কলেজের সামনে বৈষম্যবিরোধী আন্দোলনের শান্তিপূর্ণ কর্মসূচিতে অংশ গ্রহণ করে। উক্ত শান্তিপূর্ণ আন্দোলনে আওয়ামী লীগসহ এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা নির্বিচারে গুলি চালায়। তাদের গুলিতে ইকরাম হোসেন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

ওমর ফারুক গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। আহত ওমর ফারুককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গত ২০ আগস্ট বাদী নাসরিন বেগম নামের একজন সচেতন নাগরিকের অভিযোগের প্রেক্ষিতে সূত্রাপুর থানায় একটি হত্যা মামলা রুজু হয়।

থানা সূত্রে আরো জানা যায়, তদন্তাধীন এ মামলায় গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় শনিবার সন্ধ্যায় সূত্রাপুর থানা এলাকায় অভিযান পরিচালনা আজহারুল হক ফরাজীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতকে আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন...