পিবিএ, চাঁদপুর: আবারো ইয়াবসহ পুলিশের হাতে আটক হয়েছে হাজীগঞ্জের হাটিলা গ্রামের দূধর্ষ ইয়াবা ব্যবসায়ী পান্না আক্তার। এর পূর্বেও কয়েকবার এই পান্না ইয়াবাসহ পুলিশের হাতে আটক হয়েছে। পান্না পৌরসভাধীন টোরগড় গ্রামের কাজী বাড়ীর মিজানুর রহমানের মেয়ে।
শুক্রবার দুপরে (২৮ জুন) সকালে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেন এর নেতৃত্বে এসআই ফারুক আহমেদ অভিযান চালিয়ে আসামী পান্না আক্তার (২২)কে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
হাজীগঞ্জ থানার ওসি আলমগীর হোসেন রনি জানান, পান্নাকে এর পূর্বেও কয়েকবার ইয়াবাসহ আটক করা হয়েছিল। তার বিরুদ্ধে মাদকের ৩/৪টি মামলা রয়েছে। তাকে কয়েকদিন পর পর মাদক সহ আটক করে জেলে প্রেরন করা হলেও ছাড়া পেয়ে সে আবারো মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে।
পিবিএ/এমএএ/ জেডআই