পিবিএ,চাঁদপুর: চাঁদপুর জজকোর্টে কর্মরত পুলিশের এটিএসআই আরিফকে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। বুধবার বিকালে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়।
এর আগে বুধবার সকাল সাড়ে ১০টার দিকে আরিফকে হাইমচরের বিচারপ্রার্থী এক নারীর সঙ্গে কোর্টের বাথরুমের ভেতর থেকে আপত্তিকর অবস্থায় আটক করে জনতা। পরে তাদের দু’জনকে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ সময় তাদের ছবি তুলতে গেলে কোর্টে কর্মরত গণমাধ্যম কর্মী এডভোকেট চৌধুরী ইয়াসিন ইকরামকে লাঞ্ছিত করে ডিবি পুলিশ।
এটিএসআই আরিফ জর্জকোর্টের পুলিশ বিভাগে কর্মরত। তার কাজ হচ্ছে, জেলখানা থেকে প্রতিদিন আসামিদের আনা-নেয়া করা। বিষয়টি নিয়ে তদন্ত করার জন্য পুলিশের একটি অভ্যন্তরীণ কমিটি গঠন করা হয়েছে।
পুলিশ সুপার মাহবুবুর রহমান জানান, তদন্তে দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেয়া হবে। তবে প্রাথমিক জিজ্ঞাবাদের পর তাদের ছেড়ে দেয়া হয়েছে।
এদিকে গণমাধ্যম কর্মীদের ওই ঘটনার ছবি বা ফুটেজ সংগ্রহে ডিবি পুলিশ বাধা দিলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়ের ওপর তোলা একটি ভিডিও ভাইরাল হয়ে পড়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, জনতার হাতে বাথরুমে আটকের পর এটিএসআই আরিফ বাথরুমের দেয়াল টপকে বের হয়ে ওই মহিলাকে বাইরে থেকে ছিটকিনি খুলে বের করে নেয়ার চেষ্টা করছে।
পিবিএ/বাখ