সেঞ্চুরি হাকালেন নাইম ইসলাম

পিবিএ,ঢাকা: ২১ তম জাতীয় লিগের টায়ার-১ এ দ্বিতীয় রাউন্ডের ম্যাচে রংপুরের বিপক্ষে নিজেদের প্রথম ইনিংসে সাইফ হাসানের অপরাজিত ২২০ রানে ৮ উইকেটে ৫৫৬ রান নিয়ে ইনিংস ঘোষণা করেছে ঢাকা বিভাগ । জবাবে লিটদের ১২২ রানের দুর্দান্ত ইনিংসের পর নাইমের সেঞ্চুরিতে লড়াই করছে রংপুর।

গতকালের ৫১ রানে অপরাজিত থাকা লিটন দাস আজ তুলে নেন ক্যারিয়ারের ১৪তম সেঞ্চুরি। আরেক অপরাজিত ব্যাটসম্যান নাইম অর্ধশতক করে এগুতে থাকেন শতকের দিকে। পরবর্তী লিটন ১২২ রান করে ফিরে গেলেও প্রথম শ্রেণীর ক্রিকেটে ২৭ তম শতক তুলে নেন নাইম।

এ প্রতিবেদন লেখার আগ পর্যন্ত রংপুরের সংগ্রহ ৫ উইকেটে ৩১১ রান। নাইম ১০৯ ও তানভির হায়দার ৪৬ রানে অপরাজিত আছেন।

এর আগে নাইম হাসানে অপরাজিত ২২০ রানে ৫৫ রানের বিশাল সংগ্রহ গড়ে ইনিংস ঘোষণা করে ঢাকা।

সংক্ষিপ্ত স্কোরঃ
ঢাকা বিভাগ (প্রথম ইনিংস) ৫৫৬/৮(১৬০)
সাইফ ২২০*, রনি তালুকদার ৬৫, নাদিফ চৌধূ্রি ৬১।
সনজিত সাহা ৩/৮৯, সোহরাওয়ার্দী শুভ ৩/১৩৪।

রংপুর বিভাগ (প্রথম ইনিংস) ৭১/২ (১৮)
লিটন ৫১*, নাইম ৮*।
সালাউদ্দীন শাকিল ২/১৬।

পিবিএ/ইকে

আরও পড়ুন...