সেটপ্রতি ৫০ টাকা, শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ

রাজন্য রুহানি,জামালপুর: জামালপুরের মাদারগঞ্জ উপজেলা শিক্ষা অফিসের সহকারী শিক্ষা কর্মকর্তা সাইদুর রহমানের বিরুদ্ধে বিনামূল্যে বিতরণের বই সেটপ্রতি ৫০ টাকা করে ঘুষ গ্রহণের অভিযোগ ওঠেছে।

জানা গেছে, মাদারগঞ্জ উপজেলায় ২০২ টি প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে বিতরণযোগ্য ১ম শ্রেণির শিক্ষক সহায়িকা বই শিক্ষকদের মাঝে বিনামূল্যে প্রদান করার কথা থাকলেও অবৈধভাবে টাকা নেওয়া হচ্ছে ।

অফিস সূত্র জানায়, সহকারী শিক্ষা কর্মকর্তা সাইদুর রহমান উপজেলার আদারভিটা, সিধুলি, গুনারিতলা ও জোড়খালি ইউনিয়নের ক্লাস্টারের ২০২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দায়িত্বে আছেন।

তিনি বিনামূল্যে বিতরণযোগ্য শিক্ষক সহায়িকা ৭টি বই প্রদানের সময় উপজেলার ২০২ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের কাছে অবৈধভাবে সেট প্রতি ৫০ টাকা করে ঘুষ নিয়েছেন বলে জানিয়েছেন অভিযোগকারীরা।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্র জানায়, শিক্ষক সহায়িকা নামে ৭টি বই সরকারের তরফ থেকে বিনামূল্যে সকল প্রাথমিক বিদ্যালয়ে সরবরাহ করা হয়।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপজেলা শিক্ষা অফিসের সহকারী শিক্ষা কর্মকর্তা (এটিও) সাইদুর রহমান বলেন, ‘আমি কোন টাকা নেইনি। আপনি শিক্ষা অফিসারের সাথে কথা বলেন।’

এ বিষয়ে মাদারগঞ্জ উপজেলার প্রথমিক শিক্ষা অফিসার মো. নুরুল আমিন বলেন, ‘বই আনা নেওয়ার জন্য যানবাহন খরচ সরকারিভাবে দেওয়া হয়না। যার জন্য শিক্ষদের কাছ থেকে সামান্য কিছু টাকা নেওয়া হচ্ছে তবে কত টাকা নেওয়া হচ্ছে এটা আমি জানিনা। সাইদুর সাহেব ভালো বলতে পারবেন।’

শিক্ষক সহায়িকা বই বিতরণে কোন ধরনের নগদ অর্থ আদান প্রদানের নিয়ম আছে কিনা এমন প্রশ্নে তিনি কোন সদুত্তর দিতে পারেন নি।

এ বিষয়ে জেলা প্রথমিক শিক্ষা কর্মকর্তা মো. মোফাজ্জল হোসেন খান বলেন, ‘সরকারি নির্দেশ ছাড়া শুধু বই কেন একটি সাদা কাগজও বিতরণের জন্য নগদ অর্থ নেওয়া যাবে না। যদি কেউ এ নির্দেশনা অমান্য করে তাহলে তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

আরও পড়ুন...