সেনবাগে ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

পিবিএ,নোয়াখালী: নোয়াখালীর সেনবাগ থানার পুলিশ আলাদা অভিযান চালিয়ে ৩৫ পিস ইয়াবা সহ মোশারফ হোসেন (৩৮) ও জয়নাল আবদিন প্রকাশ হোরা মিয়া (৩৫) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। শুক্রবার রাতে থানা এসআই সাইফুল ইসলাম ও এসআই উয়ার আহমেদের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স উপজেলার ছাতারপাইয়া বাজার থেকে তাদের দুইজকে গ্রেফতার করে। এঘটনায় থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার দুপুরে তাদেরকে নোয়াখালী বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

পিবিএ/জাহাঙ্গীর আলম/বিএইচ

আরও পড়ুন...