মোঃ জাহাঙ্গীর আলম,সেনবাগ(নোয়াখালী): নোয়াখালীর সেনবাগে এবার করোনায় আক্রান্ত হয়েছেন করোনার সম্মুখ যোদ্ধা সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম মজুমদার, সেনবাগ পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর আবদুল্লাহ আল মামুন, তার স্ত্রী প্রীতি, শহরের তাজনেহার হোটেলের মালিক আবদুল ওহাব ও মোঃ হারুন,সেনবাগ পল্লী বিদ্যুতের মিটার রিডার মোঃ জাকির হোসেন সহ ৬জন। এরআগে নির্বাহী অফিসারের গাড়ী চালক মোঃ আলমগীর ও করোনায় সংক্রমিত হয়েছেন।
এই পর্যন্ত সেনবাগে করোনায় আক্রান্ত হয়েছে ১২২জন। এরমধ্যে সুস্থ্য হয়েছে ১০২জন ও মৃত্যু বরণে করছে ৭জন। এসব তথ্য নিশ্চিত করছেন সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগ নিয়ন্ত্রন কর্মকর্তা (এমওডিসি)ডাক্তার নির্ময় পাল।
পিবিএ/মোঃ জাহাঙ্গীর আলম/এসডি