নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

পিবিএ,নোয়াখালী: নোয়াখালীর সেনবাগে ফেন্সী আক্তার (২৩) নামের এক ওমান প্রবাসী স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে সেনবাগ থানা পুলিশ।

শুক্রবার ২২( ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার ৪ নং কাদরা ইউনিয়নের নিজ সেনবাগ গ্রামের রাজা মিয়ার বাড়ি থেকে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য থানায় নিয়ে আসে। গৃহবধু ফেন্সীর দুই সন্তানের জননী। তার স্বামীর নাম মোঃ সবুজ সে ওমান প্রবাসী। ৭ বছর আগে একই উপজেলা ৭ নং মোহাম্মদপুর ইউনিয়নের উত্তর মোহাম্মদপুর গ্রামের নাদু সারেং বাড়ির সালে আহম্মদ মেয়ে ফেন্সী আক্তারের সঙ্গে বিয়ে হয়।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। লাশ উদ্ধারের ঘটনা সত্যতা নিশ্চিত করে সেনবাগ এস আ্ই সাইফুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হযেছে।

শনিবার সকালে ময়না তদন্তের জন্য নোয়াখালীর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরন করা হবে। ময়না তদন্ত রিপোর্ট হাতে পেলে পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পিবিএ/জেএ/এমএসএম

আরও পড়ুন...