পিবিএ,সেনবাগ (নোয়াখালী): নোয়াখালীর সেনবাগ উপজেলার দিলদার মার্কেটে বিট পুলিশিং কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। “ পুলিশই জনতা” “ জনতাই পুলিশ ” এই শ্লোগানকে ধারণ করে বৃহস্পতিবার দুপুরে দিলদার মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলেমান বাহারের সভাপতিত্বে ও আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত আমান প্লাজায় বিট পুলিশিং কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-সেনবাগ থানার অফিসার ইনচাজর্ (ওসি) আবদুল বাতের মৃধা। বিশেষ অতিথি সেনবাগ উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি এ্যাডভোকেট মাহমুদুল হক পাটোয়ারী লেবু, থানার সেকেন্ডে অফিসার এসআই সাইফুল ইসলাম, এসআই নাজমুল হাসান,এএসআই নাসির উদ্দিন ,সেনবাগ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, মাওলানা হোসেন আহম্মদ, ব্যবসায়ী আবুল কালাম, ডাক্তার আজাদ হোসেন, ব্যবসায়ী কামাল হোসেন ও সুমন প্রমুখ।
পিবিএ/মোঃ জাহাঙ্গীর আলম/এসডি